Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ন সিদ্ধান্তসমূহ

উপজেলা আইন শৃংখলা কমিটির মে/২০১৩ খ্রিঃ মাসের  সভার কার্যবিবরণী

 

 

সভাপতি                             ঃ      জনাব মুফিদুল আলম,উপজেলা নির্বাহী অফিসার,পানছড়ি।

 

সভার স্থান                 ঃ      উপজেলা নির্বাহী অফিসার,পানছড়ি এর অফিস কক্ষ।

         

সভার তারিখ ও সময়     ঃ      ২৭/৫/২০১৩খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।

 

উপস্থিত সদস্যদের নাম  ঃ      পরিশিষ্ট ‘ক’ দ্রষ্টব্য।

 

 

                   সভার প্রারম্ভে সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। গত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। কোন  সংশোধনী না থাকায় কার্যবিবরণী দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর নিম্নলিখিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

ক্রঃনং

আলোচ্য বিষয়

সিদ্ধান্ত

বাস্তবায়নকারী কর্তৃপক্ষ

১।

আইন শৃংখলা পরিস্থিতিঃঅফিসার ইনচার্জ,পানছড়ি থানা  জানান যে, গত  মে মাসে  এ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোন ধরণের সংঘাত বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। থানায় একটি মাত্র মামলা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি থাকায় সভাপতি সংশি­ষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং  সারা বছর যাতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে বিষয়ে সংশি­ষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

১।  উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের  লক্ষ্যে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।

 

১। ভারপ্রাপ্ত কর্মকর্তা,  

      পানছড়ি থানা।

২।  বিজিবি,লোগাং 

      জোন,পানছড়ি।

৩।  চেয়ারম্যান সকল   

     ইউপি ।

৪।   গণ্যমান্য ব্যক্তি  

       বর্গ।

২।

ইভটিজিংঃ- ইভটিজিং এর বিষয়ে আলোচ্য মাসে  কোন অভিযোগ  পাওয়া যায়নি মর্মে অফিসার ইনচার্জ পানছড়ি থানা জানান।

১। ইভটিজিং বিষয়ে সকলকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হয় এবং কোন অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

১। চেয়ারম্যান সকল   

     ইউপি ।

২। ভারপ্রাপ্ত কর্মকর্তা,  

      পানছড়ি থানা।

৩। সকল গণ্যমান্য    

     ব্যক্তিবর্গ।

৩।

 

 

 

 

 

মাদকঃ-অফিসার ইনচার্জ,পানছড়ি থানা জানান যে,এলাকায় মাদকের ব্যবহার সন্তোষজনক হারে হ্রাস পেয়েছে। তবে বিবেচ্য মাসে মাদক গ্রহণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে সাজা দেয়া হয়েছে মর্মে তিনি জানান। 

 ১। এ অবস্থা অব্যাহত রাখার জন্য অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।

১। ভারপ্রাপ্ত কর্মকর্তা,  

     পানছড়ি থানা।

২। সকল ইউপি

    চেয়ারম্যান।

৩। সকল গণ্যমান্য    

     ব্যক্তিবর্গ।

 

 

৪।

মটর সাইকেলের রেজিষ্ট্রেশন ও লাইসেন্স গ্রহণঃঅফিসার ইনচার্জ,পানছড়ি থানা জানান যে, ১৩৯ জনকে  শিক্ষানবিস লাইসেন্স প্রদান করা হয়েছেএবং ২০টি লাইসেন্স পাওয়ার অপেক্ষায়  রয়েছে। ৪০% ভাগ গাড়ী রেজিষ্ট্রেশনের অপেক্ষায় আছে বলেও তিনি জানান। তিনি আরো জানান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক অবৈধ মটর সাইকেল ব্যবহার- কারীদের উপর অভিযান অব্যাহত রয়েছে।   

 ১। অবৈধ মটর সাইকেল ব্যবহার কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

 

 

 

অফিসার ইনচার্জ পানছড়ি থানা।

৫।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বিক্রয় মূল্য সংক্রান্ত ঃসভাপতি জানান চিনি এবং ভোজ্য তেলের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। পরিবেশক কর্তৃক সংগৃহীত চিনি ও ভোজ্য তেলের মূল্য সহনীয় এবং যৌক্তিক মূল্যে বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই ভোজ্য তেলের বোতলের গায়ে লিখিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি করা যাবে না। বিষয়টি নিয়মিত মনিটরিং করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং বাজার কমিটির সভাপতিকে সভায় অনুরোধ জানানো হয়। তিনি আরো জানান যে, বিগত সভায় ডিজিটাল স্কেল সংগ্রহ করার জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। জেলা প্রশাসক মহোদয় ডিজিটাল স্কেলটি সরবরাহ করবেন মর্মে জানিয়েছেন। কাজেই এখন উপজেলা প্রকৌশলীকে ডিজিটাল স্কেল সংগ্রহ করতে হবে না মর্মে জানান। বাজারে শৃংখলা  আনয়নের স্বার্থে একটি সভা অনুষ্ঠান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিগত সভায় বাজার কমিটিকে অনুরোধ জানানো হলেও কোন সভা করা হয়নি। এ বিষয়ে সভায় উপস্থিত বাজার কমিটির দৃষ্টি আকর্ষন করা হলে তিনি আগামী ৩১/০৫/২০১৩ খ্রিঃ তারিখ সভার আয়োজন করবেন মর্মে জানান।

১। চিনি এবং ভোজ্য তেলের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২। বাজারে শৃংখলা  আনয়নের স্বার্থে ক) উপজেলা নির্বাহী অফিসার, খ) ভারপ্রাপ্ত কর্মকর্তা, পানছড়ি থানা, গ) বাজার উন্নয়ন কমিটি ও ঘ) ব্যবসায়ীদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাজার কমিটিকে পুনঃ অনুরোধ করা হয়।

 

১। ভারপ্রাপ্ত কর্মকর্তা

     পানছড়ি থানা।

২। উপজেলা প্রকৌশলী,   

     পানছড়ি।

৩। পানছড়ি বাজার

     উন্নয়ন কমিটি।

৪। উপজেলা খাদ্য

     নিয়ন্ত্রক, পানছড়ি।

৬।

বিবিধঃ  (১) বিদ্যুৎ বিল সম্পর্কিতঃ উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান জনাব অনিল কান্তি দে জানান বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিলের অনিয়মের কারণে জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির  অবনতি ঘটতে পারে। বিদ্যুৎ বিভাগের যে কোন কর্মকর্তা/কর্মচারী গণরোষের শিকার হতে পারেন। তিনি তাঁর কয়েকটি বিলের বিবরণ সভায় তুলে ধরেন। এতে দেখা যায় বিলগুলি নিয়মিত হলেও কোনটি ২৫০/= টাকার মধ্যে, কোনটি ৪-৫ হাজার টাকার মধ্যে আবার কোনটি ১২ হাজার টাকার উর্ধে। এ অসামঞ্জস্য ও লাগামহীন বিলের বিষয়ে উপস্থিত সকল সদস্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন।   সভায় বিদ্যুৎ বিভাগের কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় এর কারণ সম্পর্কে  জানা সম্ভব হলোনা।

(২) বাঁশ কর্তন নিষিদ্ধ সংক্রান্তঃ সভাপতি জানান আগামী ১লা জুন থেকে ৩১শে সেপ্টেম্বর ২০১৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সরকারীভাবে বাঁশ কর্তন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। বিষয়টি সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সকল ইউপি চেয়ারম্যান এবং বাজার কমিটির সভাপতিকে অনুরোধ জানানো হয়।

(৩) মাংসবিহীন দিবসঃ সভাপতি জানান সপ্তাহে একদিন মাংসবিহীন দিবস পালন করতে হবে। এ দিবসটি দেশের অধিকাংশ উপজেলায় পালন করা হচ্ছে। এ উপজেলায়ও দিবসটি পালন করা হবে। সপ্তাহের কোন  দিন পালন করা হবে তা’ নির্ধারণের জন্য বাজার কমিটির সভাপতিকে অনুরোধ করা হয়। নির্ধারিত দিবসটিতে গরু, মহিষ, ছাগল, শূকর এবং মোরগ-মুরগী জবাই করা যাবে না তিনি জানান।   

(১) পানছড়ি উপজেলা আইন শৃংখলা কমিটির পরবর্তী সভায় বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার জন্য খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সভায় অনুরোধ জানানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

(২) বাজারে ঢোল পিটিয়ে এবং এলাকায় মাইকের মাধ্যমে বহুল প্রচারের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

 

(৩) সপ্তাহে একদিন মাংসবিহীন দিবস নির্ধারণ করার সর্বসম্মতি- ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

 

 

নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(১) ইউ,পি,চেয়ারম্যান (সকল), পানছড়ি।

(২) সভাপতি, বাজার কমিটি, পানছড়ি বাজার/ লোগাং বাজার।

 

 

 

সভাপতি, পানছড়ি/ লোগাং বাজার কমিটি।

 

 

 

 

 

সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায়  উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

 

 

 

মুফিদুল আলম

                                                                                               উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                            ও

                                                                                                          সভাপতি

                                                                                             উপজেলা আইন শৃংখলা কমিটি

                                                                                                    পানছড়ি,খাগড়াছড়ি।

 

স্মারক নং-০৫.২০.৪৬৭৭.০০২.০৪.০০১.২০১৩                                              তারিখঃ ০৯/০৬/২০১৩ খ্রিঃ।

 

অনুলিপিঃ   সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থেঃ

 

০১।     মাননীয় সংসদ সদস্য,(প্রতিমন্ত্রী),২৯৮,খাগড়াছড়ি ।

০২।     জেলা প্রশাসক,খাগড়াছড়ি ।

০৩।     অধিনায়ক,২০,বিজিবি ব্যাটালিয়ন,পানছড়ি।

০৪।     অধিনায়ক,বাংলাদেশ সেনাবাহিনী,পানছড়ি আর্মি জোন,পানছড়ি।

০৫।     চেয়ারম্যান,উপজেলা পরিষদ,পানছড়ি।

০৬।     ভাইস-চেয়ারম্যান/ মহিলা  ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,পানছড়ি।

০৭।     উপজেলা . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .   

           পানছড়ি,খাগড়াছড়ি।

০৮।     অধ্যক্ষ/প্রধান শিক্ষক. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . কলেজ/উচ্চ বিদ্যালয়,পানছড়ি।

০৯।     চেয়ারম্যান,লোগাং/চেঙ্গি/পানছড়ি/লতিবান /উল্টাছড়ি ইউপি,পানছড়ি।

১০।     জনাব. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..

 

উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                       পানছড়ি,খাগড়াছড়ি।