উপজেলা নির্বাহী অফিসারের বার্তা
পানছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগতম। মাঠ প্রশাসন সরকারের সকল কার্যক্রমের মূল স্তম্ভ এবং উপজেলা প্রশাসন সম্যকভাবে উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করে ও সরকারের মূল পরিকল্পনাসমূহ বাস্তবায়ন ও পরিবীক্ষণ করে থাকে। তৃনমূল পর্যায়ে জনগণের দোঁড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জন প্রশাসনকে আরো জণকল্যাণমূখী, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ই-গভর্ণনেন্স এর গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি উপজেলার এবং প্রত্যেক দপ্তরের নিজস্ব ওয়েব সাইট সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট তথ্য প্রযুক্তির সহায়তায় নাগরিক সেবাসমূহ তুলে ধরার প্রয়াস চালিয়েছে। এ ওয়েব পোর্টালে উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি, নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন তথ্য পেতে সুবিধা হবে অন্যদিকে প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়োচিত ও অথর্বহ তথ্য প্রদানের লক্ষ্যে এ ওয়েব সাইটটি নিয়মিত হালনাগাদ করা হবে। এ ওয়েব সাইটটি ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বসাধারণের যে কোন পরামর্শ, মন্তব্য ও তথ্য সংশোধনী সাদরে গ্রহণ করা হবে এবং সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এ ওয়েব সাইটটি আরো সমৃদ্ধ হবে।
(মৌমিতা দাশ)
উপজেলা নির্বাহী অফিসার
পানছড়ি, খাগড়াছড়ি।
মোবাইল- ০১৫৫০৬০৪৫২০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস